স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় প্রায় ৫ শতাধিক হত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে বীব মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার হত দদ্রিদের হাতে কম্বল তুলেদের উপজেলার আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত, মুজাহিদুল ইসলাম বাবলু, আকমল হোসেন, হাফিজুর রহমান, সুরুজ হোসেন, মাহাতাব উদ্দিন, অসীম দাস প্রমুখ।
পশ্চিম জনপদে হঠাৎ জেকেবসা শীতের প্রকপ থেকে রক্ষায় প্রায় ৫ শতাধিক হত দরিদ্রে মানুষের হাতে কম্বল তুলে দিয়ে বীব মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ ফাউন্ডেশনের কর্ণধর আল মাছুম মোর্শেদ শান্ত বলে দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটি মানব সেবাই কাজ করে চলেছে। এ শীতে প্রথম ধাপে তারা পৌর এলাকার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলো। পরবর্তীতে উপজেলা ব্যাপী হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হবে।