খোকসায় আম পারার অভিযোগে কিশোরের উপর হামলা

0
125
আহত কিশোর কাওছার

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আম পারার অভিযোগে কাওছার নামের এক কিশোরকে ইট দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের কাওছার ও তার বন্ধুরা গ্রামের একটি আম গাছের ছাঁয়ায় বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় গ্রামের বিশুর ছেলে ডিগ্রী শ্রেণির ছাত্র ইমন ঘটনা স্থলে আসে। গাছের ছাঁয়ায় বসে থাকাদের বিরুদ্ধে গাছ থেকে আম পারার অভিযোগ দাঁড় করায়। এ সময় কাওছার প্রতিবাদ করলে তার উপর ইমন চড়াও হয়। তাকে ইট দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে গ্রামবাসী আহত ওই কিশোর কাওছার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আরো পড়ুন – ঝিনাইদহের সীমান্তে ১৫ বাংলাদেশী আটক

আহত কাওছারের মা ফরিদা ছেলেন শয্যা পাশে বসে তার ছেলের ওপর হামলাকারীর বিচারের দাবি করেন। তিনি বলেন, তার ছেলে যদি আম পেরে থাকে সে অপরাধ করেছে। কিন্তু তাকে ইট দিয়ে পিটিয়ে আহত করার দরকার ছিল না। তিনি মামলা করবেন বলে জানান।