খোকসায় আহত হোটেল শ্রমিকের মৃত্যু

0
147
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আম গাছ থেকে পরে আহত হোটেল শ্রমিক শিপু (১৪) মারা গেছে।

নিহত শিপু উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের মকু’র ছেলে। সে স্থানীয় বাজারের খবা নামের এক হোটেল মালিকের দোকানে দৈনিক হাজিরার শ্রমিক ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে কুষ্টিয়া সদর হাসপাতালে শিপু মারা যায়।

নিহতের চাচা আনছার আলী জানান, বুধবার প্রত্যুশে শিপু দোকানের সামনে পরিস্কার করে। এ সময় সে ঝাঁটা দিয়ে জানিপুর পোষ্ট অফিসের আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার ঝাঁটা আম গাছের ডালে আটকে যায়। সে গাছে ওঠে। পা ফসকে গাছ থেকে পরে রক্তাক্ত আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের জামিনি-কামিনি কবরস্থানে শিপুর দাফন করা হয়।