স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে অংশ গ্রহনকারী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।
আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর এম শাহ নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, উপজেলা নির্বাচনী কর্মকর্তা রশিদুল আলম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরতি সদস্যরা স্ব-স্ব নির্বাচনী এলাকার সমস্যা এবং তার সমাধান বিষয়ে আরোচনা করেন।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯টি চেয়ারম্যান পদের জন্য ৪০ জন, ৮১টি সাধারণ সদস্য পদে ২৭৩ জন ও ২৭ জন সংরতি নারী মেম্বর পদের জন্য ৯৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।