খোকসায় ইট বোঝায় গাড়ি চাপায় স্কুল ছাত্র নিহত

0
102

স্টাফ রিপোর্টার

ঘন কুয়াসা মধ্যে ধুলার রাস্তায় ইট বোঝাই বাটাহাম্বার গাড়ির চাপা পড়ে মোটর সাইকেল আরহী দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদীর কোলে নামার মাটির রাস্তায় এ দুর্ঘনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম অনিক (১৬)। সে কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের জাফর আলীর একমাত্র ছেলে। সে স্থানীয় চর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তখন গভীর কুয়াসা ছিল। কাছের মানুষটিকেও দেখা যাচ্ছিল না।পদ্মা নদীর কোল পাড়ি দিয়ে ডাঙ্গায় উঠছিল ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি। ইটের গাড়ি ওভারটেক করে আগে উপরে ওঠার চেষ্টা করছিল মোটর সাইকেল চালক। আর তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনা স্থলেই মারা যায় মোটর সাইকেল চালক স্কুল ছাত্র অনিক।

নিহত স্কুল ছাত্রের চাচা লিটন আলী জানান, অনিক তার বন্ধুকে নিয়ে খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামে নানা বাড়ি টাকা আনতে যাচ্ছিল। ধোকড়াকোল কুঠিপাড়ায় পদ্মানদী কোল পাড়ি দিয়ে নিচে থেকে উপরে রাস্তায় ওঠার সময় স্যালো মেশিনের ইঞ্জিন চালিত ইট বোঝাই বাটাহাম্বার গাড়ি তাকে পেছন থেকে ধাকা দেয়। মাথায় আঘাত লেগে অনিক ঘটনা স্থলেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। নিহতের অপর সঙ্গী মাসুম কে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন –  খোকসায় নারী ও শিশু অধিকার ফোরামের কমিটি গঠন

তিনি আরও জানান, মামলা করে ছেলে পাওয়া যাবে না। তাই তারা মামলার দিকে চাচ্ছেন না। পুলিশের অনুমতি পাওয়া গেলে মৃতদেহ দাফন করা হবে।

আরও পড়ুন – পদ্মার চরে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, নিহতের পরিবার এ ঘটনায় মামলা দেবেনা বলে পুলিশ কে জানিয়েছে। অভিভাবরা থানায় এসেছেন।