খোকসায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
133

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শতাধিক পিস ইয়ারা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসাীকে পুলিশ আটক করেছে।

বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল খোকসা ইউনিয়নের দুদরাজ পুর গ্রামে অভিযান চালিয়ে মৃত ইসলাম শেখের ছেলে ওসমান শেখ কে আটক করে। তার স্বীকারোক্তি আনুয়ায়ী একটি ঘর থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩ টি মোবাইলের সিম ও পাঁচটি মোবাইল ফোনের সেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই আব্দুল হাকিম জানান, ইয়াবা ব্যবসায়ী ওসমানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।