স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ থেকে উপজেলা বিএনপি’র আহবায়ক কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া ও ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার বিকালে মুক্তিযোদ্ধা চত্বর থেকে মিছিল বের হয়। মিছিলকারীরা বাস স্ট্যান্ডে গিয়ে প্রতিবাদ সভা করে।
একই দিন সকালে খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক জুবায়ের রহমান জ্যাকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা বিএনপি পরিবারের ব্যানারে দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন খানকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। তারই প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এ প্রতিবাদ সমাবেশ করে।
আরও পড়ুন – কোমরে রশি বেঁধে নেওয়া হচ্ছে আদালতে
পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা শরীফ এর সভপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর যুবদল সেক্রেটারি ইমরান হোসেন, খোকসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম স্বপন, কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন শোভন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক।