খোকসায় এইচএসসিতে ৭৩ জন জিপিএ -৫ পেয়েছে

0
136

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এইচএসসি ও সমমানের পরীায় জিপিএ -৫ পেয়েছে ৭৩ জন পরীক্ষার্থী। খোকসা সরকারী কলেজে পাশেহার ৯৮ শতাংশ, জিপিএ পেয়েছে সর্বচ্চো ৪২ পরীক্ষার্থী ।

রবিবার একযোগে সবকটি শিক্ষা বোর্ডের ফল ঘোষনার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক তার অফিসে সাংবাদিকদের জানান, এ বছর উপজেলার ৪টি ডিগ্রী কলেজ ও একটি কলেজিএট স্কুল থেকে ৯৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেন। তাদের মধ্যে ৯১৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর উপজেলার এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩ জন পরীক্ষার্থী জিপিএ -৫ পেয়েছেন। উপজেলায় পাশের হার ৯৭.৫৫ শতাংশ।

আলিম পরীক্ষায় ৪৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। তাদের মধ্যে পাশ করে ৩৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৪ শতাংশ।

খোকসা সরকারি কলেজ থেকে ৩৮৩ জন রীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৩৭৬ জন রীক্ষার্থী উত্তিন্ন হয়েছে। এ কলেজ থেকে ৪২ শিক্ষার্থী জিপিএ -৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ১৭ শতাংশ।