খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত

0
218
Corona-Dro-19-p-18 virus-compressed

নাজমুল হাসান

খোকসার রাজিনাথপুর গ্রামে নতুন করে এক ব্যাংক কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ জুন রাতে কুষ্টিয়া পি সি আর ল্যাবের ফলাফল অনুযায়ী জানা যায় ব্যাংক কর্মকতা লুৎফর রহমান (৪২) এর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, তিনি কুষ্টিয়ার ইসলামী ব্যাংক পোড়াদহ শাখায় কর্মরত আছেন। শাখার অধিকাংশ কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ১৭ জুন ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখাটি লকডাউন করা হয়।

তিনি খোকসার রাজিনাথাপুর তার নিজ বাড়িতে ফিরে এসে হোম কোয়রেন্টাইনে ছিলেন। ১৮ জুন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন পরীক্ষার জন্য যদিও তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, ১৮ জুন লুৎফর রহমানের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পি সি আর ল্যাবে পাঠানো হয়। ১৯ জুন রাতে তার করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও জানান ১৯ জুন অব্দি খোকসায় করোনা আক্রান্ত হয়েছে ১৫ জন। খোকসা থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা লুৎফর রহমানের এর বাড়ী লকডাউন করেছে।