৫০ বছর পর মিলিত হলেন তারা

0
41

স্টাফ রিপোর্টার

৫০ বছর পর এক হলে, পাশা-পাশি সিটে স্মৃতিচারণের আড্ডায় মেতেছিলেন ১৯৭৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা। পূর্ন মিলনীর এ উৎসব দুঃখ বেদনা, হাসি কান্নার আর স্মৃতি চারণে হাটে পরিনত হয়েছিল।

শুক্রবার সকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে এই বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে অংশ নেয়া প্রয়াত সহপাঠিদের বিদেহী আত্মার শান্তি কামলা করা হয়।

এ্যাডঃ ফেরদৌস উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্নমিলনী সভায় স্মৃতিচারণী আলোচনায় অংশ নেন খোকসা সরকারী কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান বাদল চন্দ্র বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আকমল হোসেন আকত আলী, আব্দুল মান্নান খান, আব্দুল আজিজ, গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী হাফিজ।

উল্লেখ্য, খোকসা জানিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।