খোকসায় এসএসসি পরীক্ষায় ৪৭ শিক্ষার্থী এ প্লাস

0
190
SSC-Result-dro-20-p-15
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এসএসসি পরীক্ষা ৪৭ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।

এ বছর উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় আংশ গ্রহন করে। এদের মধ্যে পাশ করেছে ১ হাজার ১শ জন। অকৃতকার্য হয়েছে ২৩৫ পরীক্ষার্থী।

এ বছর করোনা মহামারীর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ডে ফলাফল প্রকাশ করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হয়েছে মুঠো ফোনের খুদে বর্তার মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো সার্বিক ফলাফল জানতে প্রতিটি শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল বেড় করেন।

প্রতিষ্ঠান প্রধানদের দেওয়া ফলাফলে দেখা গেছে, খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ শিক্ষার্থী, শোমসপুর উচ্চ বিদ্যালয়ের ৮ পরীক্ষার্থী, খোকসা- জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৭ জন, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন, শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, শোমসপুর বালিকা বিদ্যালয় থেকে ১ জন, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, পাইকপাড়া- মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, রমানাথপুর স্কুল এন্ড কলেজ থেকে ১ জন শিক্ষার্থী এ-প্লাস পেয়েছে।

বনগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী অকৃতকার্য না হওয়ায় এবছর এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি শত ভাগ পাশের সাফল্য অর্জন করেছে।