স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলা সদরের বিভিন্ন ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে সাড়ে ৮পার মাধ্যে। শুধুমাত্র কমলাপুর ঈদগাহ মাঠে সকাল ৮ টা ও ৯টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে উপজেলা সদরের প্রধান প্রধান ঈদগাহ মাঠে ঈদ জামাতের সময় সূচি ঘোষনা দেওয়া হয়েছে। ঈদুল ফিতরের জামাতের সময় সূচি সম্পর্কে মাইকে ও ফুসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। খোকসা কেন্দ্রিয় ঈদগাহ কর্তৃপক্ষ জানিয়ে সকাল সাড়ে ৮টায় একমাত্র ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে। এ ছাড়া মডেল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জামনি-কামিনি কবরস্থান ঈদগাহে সকাল ৮টায়। থানা মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কমলাপুর দক্ষিন পাড়া ঈদগাহে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শোমসপুর ঈদগাহ ময়দায়ে একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
কমলাপুর ইদগাহ ময়দানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। কমলাপুর মালিগ্রাম ঈদগাহে একমাত্র জামায়াতটি অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
ঈদুল ফিতরের ঈদ জামাত ঘিরে প্রতিটি ঈদগাহে আলোকসজ্জা করা হয়েছে। অনেক প্রতিষ্ঠানে কাগজের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে।
আরও পড়ুন – দেশের আকাশে চাঁদ দেখা গেছে, সোমবার ঈদ
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, ঈদুল ফিতরে সার্বিক নিরাপত্তারক্ষায় খোকসা থানা পুলিশ মাস ব্যপী নানা মুখি পদক্ষেপ নিয়েছিল। ঈদের দিনে নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি রয়েছে। ঈদ আনন্দ সবাই যেন ভাগাভাগি করে নিতে পারি সেই মানষে পুলিশ বাহিনী কাজ করে চলেছে।