স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় করোনাকালে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সরকারী সহায়তার চেক প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যলয়ে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ১২ জন সদস্যকে এ চেক প্রদান করা হয়।
আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
এ চেক প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন উপস্থিত থেকে ইসলামী ফাউন্ডেশনের এর মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ১২জন সদস্যের মাঝে পাঁচ হাজার করে টাকা বিতরণ করেন। এ সময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জালাল উদ্দিনসহ উপজেলা মনিটরিং কমিটির সদস্য, প্রাথমিক শিক্ষা অফিসার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।