খোকসা কালীবাড়ি দূর্গা মন্ডপের দান বাক্স চুরি

0
55

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি দূর্গা পূজা মন্ডপের দান বাক্স চুরির সময় এক শিশুকে আটক করেছে পূজা কমিটি স্বেচ্ছাসেবকরা।

শনিবার সকালে দূর্গা মন্দিরের লোহার গেটের ভিতর থেকে একটি দান বাক্স চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই ঘন্টা পর দান বাক্স চুরি বিষয়টি মন্দির কমিটি নজরে আসে। বেলা ৯টার দিকে কালী মন্দিরের ছাদ থেকে ওই শিশুকে আটক করা হয়। তার কাছ থেকে দান বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় শিশুটি মন্দিরের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

আটক শিশুটির নাম শুভ। তার বয়স ১০ বছর। সে উপজেলার কমলাপুর স্কুলপাড়ার সাহাদত হোসেনের ছেলে।

 

কালীবাড়ির পূজা কমিটির একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সকাল ৬টার ৩৮ মিনিটে শিশু শুভ দুর্গা মন্ডপে ঢোকে। এ সময় তার গায়ে কোন কাপড় ছিল না। সে মন্দিরের ভেতরে কিছু সময় অপেক্ষা করে। মন্দিরের লোহার গেট খোলা পেয়ে সে ভিতর থেকে একটি দান বাক্সটি নিয়ে বেড়িয়ে যায়। এ সময় মন্দিরের ভিতরে কোন আনছার বা পুলিশকে দেখা যায়নি।

দূর্গা পূজা কমিটির অর্থ সম্পাদক শনৎ বিশ্বাস দাবি করেন, নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশের গাফিলতি থাকতে পারে। দুুর্বল নিরাপত্তার কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তারা শিশুটিকে পুলিশের কাছে হস্তান্তর করবে।

কালীবাড়ি দূর্গা পূজা কমিটির সভাপতি প্রতাপ আদিত্ব সিংহ বলেন, ঘটনাটি নিছকই চুরি। তাদের স্বেচ্ছাসেবকরা মন্দিরের ছাদ থেকে শিশুকে আটক করেছে। এ সময় শিশুটি মন্দিরের ছাদে বসে দান বাক্স থেকে কাইচি দিয়ে টাকা বার করছিল। দান বাক্স থেকে প্রায় ৭/৮ শ টাকা বেড় করেছিল। টাকাসহ তাকে উদ্ধার করা হয়েছিল।

আরও পড়ুন –গড়াই নদীর ভাঙ্গ রোধ প্রকল্প: ৭শ মিটার প্রকল্পের ২শ মিটার করেই শেষ

মন্দিরে দাত্বিরত পুলিশের এসআই আলম জানান, সকালে আনছার সদস্যদের দায়িত্ব দিয়ে তিনি ও অপর পুলিশ সদস্য বাইরে ছিলেন। আটক শিশুকে থানায় হস্তান্তর কারা হবে। তারা করনিয় নিয়ে সিদ্ধান্ত নেবেন।