খোকসায় কিস্তি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হামলা

0
117
মাথায় ব্যন্ডেজ বাঁধা এনজিও কর্মী। ইনসেডে হামলাকারী মিথুন।

স্টাফ রিপোর্টার

কিস্তির টাকা পরিশোধ করার কথা বলে ফোনে ডেকে নিয়ে এক এনজিও কর্মীকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে ঋণ গ্রহীতার বিরুদ্ধে। হামলাকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডে ওই এনজিও কর্মী ক্যাডিট অফিসার শফিকুল ইসলাম (৪০) এর উপর হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি সোসাইটি ডেভলপমেন্ট কমিটি নামের একটি প্রতিষ্ঠানের খোকসা ব্রঞ্চের কর্মরত আছেন।

জানা গেছে, উপজেলা বেতবাড়ি গ্রামের জনৈক মিথুন আলী নামের এক ব্যক্তি সোসাইটি ডেভলপমেন্ট কমিটি থেকে ১ লাখ টাকা ঋন গ্রহন করেন। যা ১২ কিস্তিতে পরিশোধে কথা ছিল। কিন্তু ওই ব্যক্তি পাঁচ কিস্তির টাকা দিয়ে টালবাহানা শুরু করে। সোমবার দুপুরে গ্রাহক মিথুন তার ঋণের কিস্তি পরিশোধের কথা বলে ক্যাডিট অফিসার শফিকুল ইসলামকে ফোন করে বাস স্ট্যান্ডে ডেকে আনেন। জনসমুক্ষে দু’জনের মধ্যে কথা চলাকালে মিথুন ও তার অপর এক সঙ্গী মিলে শফিকুলের উপর হামলা চালায়। স্থানায়ীরা আহত শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে ভর্তি রাখা হয়। ঘটনা স্থল থেকে হামলাকারী মিথুনকে আটক জনতা। পরে আটক ব্যক্তিকে থানা পুলিশে সপর্দ করেছে। হামলাকারী মিথুন আলী বেতবাড়ীয়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

আহত শফিকুল জানান, প্রতিমাসেই গ্রাহক মিথুন কিস্তি মিস করে। এ মাসে ১০ তারিখে তা কিস্তি ছিল। এ নিয়ে তার সাথে মুঠো ফোনে কথা হয়। এক পর্যায়ে দুপুর ২ টার দিকে মিথুন মুঠো ফোনে তাকে কিস্তি নেওয়ার জন্য ডাকেন। সে ঘটনা স্থলে পৌঁছানো মাত্র তার উপর মোটা কাঁচের টুকরা দিয়ে হামলা করে। অন্য হামলাকারী তার পকেটে থাকা ২২,৫০০ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। প্রতিষ্ঠান ওই গ্রাহকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত।

প্রতিষ্ঠানটির এড়িয়া ম্যানেজার তানভীর ইসলাম জানান, ঘটনার পর পরই তাদের শাখা ব্যবস্থাপক কবিরুল ইসলাম থানায় অভিযোগ দিয়েছে। স্থানীয়রা হামলাকারী সিথুনকে আটক করে পুলিশে দিয়েছে। তিনি হামলাকারী দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুন – খোকসায় কুরআন উৎসব অনুষ্ঠিত

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, জনতা হামলাকারীকে মিথুনকে পুলিশের কাছে সপর্দ করেছে। এনজিওর লোক ইফতারের পরে আসবে জানিয়েছেন।