স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কুরআন উৎসব অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১ টায় সরকারি কলেজ অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন করাহয়।
ইসলামী ছাত্রশিবির খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন খুলনা ডিবেটিং বিভাগের সাবেক পরিচালক সায়ফুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আহসানুল্লাহ কিরণ, পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুজ্জামান ও আক্তার হোসেন।
আরও পড়ুন – আ.লীগ নেতাকে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক।