স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পরিবারের সদস্যদের অসাবধানতায় বিষপানে অসুস্থ্য দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে উপজেলার ইচলাট গ্রামের সুবারন বিশ্বাসের দুই বছরের শিশু পুত্র সুব্রতকে নিয়ে তার মা পাতা কুড়াতে যায়। এক পর্যায়ে মা নির্মলা বেখেয়ালী হলে শিশুটি কুড়িয়ে পাওয়া বিষের বতল থেকে বিষ খেয়ে অসুস্থ হয়ে পরে। এক পর্যায়ে মা বিষয়টি বুঝতে পেতে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎার পর তাকে স্বাস্থ্য কপ্লেক্সে ভর্তি করা হয়।
অপর ঘটনাটি ঘটেছে পাংশা উপজেলার রঘুনাথপুর গ্রামে। মনোয়ার হোসেনের ৩ বছর বয়সের শিশুপুত্র শ্রাবন খেলার সময় বাড়িতে রাখা ঘাস মারা বিষ খেয়ে ফেলে। শিশুটির গায়ে বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকেরা তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। কিন্তু শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষনিক ভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু সায়েম বলেন, শ্রাবনের অবস্থা একটু বেশী খারাপ থাকায় তাকে কুষ্টিয়াতে স্থানান্তর করা হয়েছে। অপর শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রাখা হয়েছে।