খোকসায় কুড়িয়ে পাওয়া বিষপান করে শিশু অসুস্থ্য

0
224
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

ধানের ক্ষেতে কুড়িয়ে পাওয়া বতলের বিষপান করে তিন বছরের শিশু ইয়াছিন গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার সদর ইউনিয়নের মামুদআলীপুর গ্রামের রাকিবুলের ছেলে শিশু ইয়াছিন বাড়ির পাশের ধান ক্ষেতে কুড়িয়ে পাওয়া বতলের বিষপান করে। শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

আহত শিশুর পিতা রাকিবুল জানান, সকালে পরিবারের লোকেরা ব্যস্ত ছিল। এ সময় শিশু ইয়াছিন খেলতে খেলতে বাড়ির সাথের ধান ক্ষেতে আইলে যায়। সেখান থেকে একটি ছোট বতল কুড়িয়ে পায়। কোমল পানীয় ভেবে শিশুটি বতলের বিষ পান করে বমি করতে থাকে। এক পর্যায়ে তিনি নিজে অসুস্থ ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটির অবস্থা গুরুতর ও চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার ফলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন – শৈলকুপায় কালী মূর্তি ভাঙচুর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সজিব হোসেন জানান, তিন বছর বয়সের শিশুটির অবস্থা খুবই গুরুত্বর ছিল। আর ওই বয়সের শিশুরোগীর ওয়াসের ব্যবস্থা না থাকায় তাকে জেলা সদরের সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।