খোকসায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
126
FOOD-KHOKSA-DROHO-4-JUN-P-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে জনসচেতনতা লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে খোকসা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনারটি অনূষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসউজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, খোকসা থানার এসআই এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

সেমিনারের শুরুতে খাদ্য নিরাপদতা বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়।