খোকসায় খেলার সময় শিশুর গোপন অঙ্গ দ্বিখন্ডিত

0
204
আহত শিশু আরাফাত

স্টাফ রিপোর্টার

কৃষি কাজের অস্ত্র নিরানী নিয়ে খেলার সময় নিজের গোপন অঙ্গ দ্বিখন্ডিত করে ফেলেছে দেড় বছর বয়সী এক শিশু।

শনিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ১৮ মাস বয়সী শিশু আরাফাত হোসেন মোল্লা এই দুর্ঘটনার শিকার হয়। সে আজিজুল মোল্লার একমাত্র ছেলে।

আহত শিশুটির পিতা আজিজুল জানান, বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় আরাফাত নিরানী নিয়ে খেলা করছিল। হঠাৎ তার চিৎকার শুনে ছুটে গিয়ে আহত অবস্থায় দেখতে পান। তারা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জাহিদ হাসান জানান, তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে শিশটির গোপনাঙ্গের ক্ষতস্থানে ১২টি সেলাই দিয়েছেন। এখন শিশুটি স্বুস্থ্য আছে। তিনি আশা প্রকাশ করেন এখানেই শিশু আরাফাতের চিকিৎসা দেয়া সম্ভব।