স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় গরম ডাউলের মধ্যে পরে এক শিশুর শরীর ঝলসে গেছে।
দগ্ধ শিশুর নাম সামিয়া (৩), সে উপজেলার কোমর ভোগ গ্রামের সাহেব আলীর মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার কোমর ভোগ গ্রামের শিশু সামিয়া মায়ের পাশে বসে খেলা করছিল। হঠাৎ করে শিশুটি গরম ডাউলের করায়ের মধ্যে পরে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
শিশুটির বাবা সাহেব আলী জানান, শিশুটি খেলতে খেলতে গরম ডাউলের করায়ের মধ্যে পরে দগ্ধ হয়ে