খোকসায় গাঁজাসহ আটক দুইজন

0
140
আটক দুই মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে।

শুক্রবার সকালে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজলইল গ্রামের আলাউদ্দিন শেখ (৬০) পিতা মৃত বংশাল ও ওসমানপুর গ্রামর খোকন শেখ (৩৫) পিতা মৃত আব্দুল শেখ কে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল আজইল বাজারে অভিযান চালিয়ে গাঁজা ক্রয় বিক্রয়ের সময় তাদের দুই জনকে আটক করে। গ্রেফতার কৃতদের দেহ তল্লাশি করে ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।