স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় শুধু মাত্র গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় শুধু মাত্র গেজেট ভুক্ত ৮৩ জন মুক্তিযোদ্ধার নাম রয়েছে এ তালিকায়।
শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ যাচাই বাছায় অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই কমিটির আহ্বায়ক মেজবাহ্ উদ্দীন ছাড়াও অপর সদস্যরা ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মনজিল আলী।
উপজেলায় ২৪৯ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২৩৩ জন । তাদের মধ্যে যাচাই বাছাই এর তালিকায় রয়েছন ৮৩ জন।