খোকসায় গড়াই নদীতে এক কিশোর নিখোজ

0
114
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসলে নেমে রাফিক (১৩) নামের এক কিশোর নিখোজ হয়েছে।

নিখোজ রাফিক উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ খাল পাড়া গ্রামের প্রবাসী শরাফত আলীর ছেলে। স্থানীয়দের ধারনা নদী খননের ড্রেজারের বালি চাপা পরেছে ওই কিশোর। সে রমানাথপুর কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার দুপুরে কিশোর রাফিক ও তার বন্ধুরা গনেষপুর এলাকায় গড়াই নদী খননের পানি প্রবাহের নালায় গোসল করতে নামে। এ পর্যায়ে ড্রেজারের পানি আর বালিরতোরে রাফিক হারিয়ে যায়। অন্যরা বাড়ি ফিরে রাফিক নিখোজ হওয়ার ঘটনা জানায়। পরে খোকসা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সন্ধ্যা পর্যন্ত নিখোজ কিশোরকে উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন। রাতে এ রিপোট লেখা পর্যন্ত কিশোর রাফিকের সন্ধ্যান পাওয়া যায়নি বলেও তিনি নিশ্চিত করেন।

নদী খনন কাজের ঠিকাদারের কোন প্রতিনিধি কথা বলতে রাজি হন নি।

খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে। সকালে ড্রেজারের মাটি সরানো হবে। এ ছাড়া খুলনা থেকে ডুবুরীদের একটি দলকে তলব করা হয়েছে। সকালে আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।