খোকসায় চার ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

0
134

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গভীর রাতে হার্ট এ্যাটাকে মারা যাওয়া ছোট ভাইকে দেখতে এসে চার ঘন্টার ব্যবধানে বড় ভায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জানিপুর পুরাতন বাজার এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।

আরো পড়ুন- কুষ্টিয়ায় নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

প্রয়াতদের ভাগ্নে লালু শাহ জানান, রাত দেড়টার দিকে তার ছোট মামা সাল্লেক শাহ (৬৫) বাড়িতে অসুস্থতা বোধ করেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কাক ডাকা ভোরে মৃত ছোট ভাইকে দেখতে আসেন বড় ভাই মালেক শাহ (৭০)। তিনিও অসুস্থ্য হয়ে পরলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। কিন্তু সকাল ৬ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। প্রয়াতদের বাবার নাম মৃত করিম শাহ।

আরো পড়ুন – খোকসায় প্রাইভেট হাসপাতালের টেকনিশিয়ানের রহস্য জনক মৃত্যু

প্রয়াত মালেকের স্ত্রী আকলিমা জানান, রাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর মালেককে বলা হয়নি। ভোরে ঘুমভাঙ্গার পর সে খবর জেনে যায়। প্রতিবেশীর বাড়িতে রাখা ছোট ভাইয়ের মৃতদেহ দেখতে ছুটে যান। সেখানে অসুস্থ্য রোধ করেলে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মারা যায়।