স্টাফ রিপোর্টার
অভিনব কায়দায় অটোরিকসায় করে কৃষকের ছাগল তুলে নিয়ে যাওয়ার সময় আটক দুই যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খোকসা উপজেলার শিমুলিয়া ইনিয়নের মালিগ্রামে কৃষকের চুরি যাওয়া ছাগলসহ আটক দুই যুবকে গণধোলাই দেওয়ার ঘটনাটি ঘটে। জনতার হাতে আটক যুবক বিল্লাল ও কাদেরকে পুলিশ সপর্দ করা হয়েছে।
গ্রামবাসীরা জানায়, দুপুরের দিকে খোকসা-বসোয়া সড়কের মালিগ্রাম থেকে অটোরিকসায় করে এক কৃষকের একটি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে তারা আটক হয়। গ্রামবাসী তাদের গণধোলাই দেয়। পরে থানা পুলিশের কাছে যুবকদের সপর্দ করা হয়।
অভিনব কায়দায় অটোরিকসায় করে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে আটক বিল্লাল দানেজ প্রামানিকের ছেলে ও কাদের আজিজ মন্ডলের ছেলে। তাদের বাড়ি উপজেলার বি-মির্জাপুর গ্রামে।
পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নেওয়া বিল্লাল ছাগল চুরির বিষয়ে জড়িত থাকার কথা স্বীকার করেন।