খোকসায় চোর সন্দেহে কিশোরকে পেটালো গ্রামবাসী

0
120

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে চুরির অপবাদে দুই টোকাই কিশোরকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডা গ্রামে বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরদের নির্যাতনের ঘটনা ঘটে। জনতার হাতে আটক শিপন (১৮) জেলা সদরের কুঠিপাড়ার আফজাল শেখের ছেলে। অপর জন মেহেদী (১৮) আমলা পাড়ার মানু শেখের ছেলে।

এলাকাবাসীদের দাবী, বহিরাগত ওই দুই কিশোর ব্যটারী চালিত পাখি ভ্যান নিয়ে গ্রামে ঢোকে। তারা বিভিন্ন কৃষকের ঘর গৃহস্থালীর কাজে ব্যহৃত হাড়ি পাতিল, পানি রাখার পাত্র ও গরুর খাবার দেওয়া সিলভারের বড়বড় গামলা চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা ওই টোকাই কিশোরেদের আটক করে। জনতার হাতে ধরাপরা টোকাই কিশোরদে মধ্যে থেকে শিপন নামের এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাকে ধাওয়া করে দ্বিতীয় দফায় আটক করে। এ সময় গ্রামবাসী তাদের মারধোর করে। তবে পরে কিশোরদের মুক্তি দেওয়া হয়।

শিপন জানায়, তারা চুরি করতে আসেনি। ভাঙ্গারী মাল খুটতে এসেছিল। কিন্তু গ্রামবাসী তাদের ধরে মারপিট করেছে। এক পর্যায়ে সে প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্রামবাসীর হাতে দ্বিতীয় দফায় ধরা পরে। এ সময় কিছু লোক তাকে রাস্তায় ফেলে পিটেছে।

খোকসা থানা পুলিশের এএসআই মেহেদী জানান, তারা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই গ্রামবাসী ওই নির্যাতিত যুবকরে ছেড়ে দিয়েছিল।