খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প

0
84

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একদিনের ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলে। খোকসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের এ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের ব্লাড গ্রিুপিং করান।

কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন – খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আহসানুল্লাহ কিরণ, খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাবিলিল্লাহ প্রমুখ।