স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন।
উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওয়াজেদ আলী, খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু, ইসলামী ছাত্রশিবির খোকসা উত্তর থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, দক্ষিণ থানা শাখার সভাপতি সাকিব হুসাইন সহ উপজেলার ইসলামী ছাত্রশিবির,এবং কলেজ শাখার সদস্যবৃন্দ।