খোকসায় জন্মাষ্টমী পালিত

0
97

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথিতে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বুধবার সকালে খোকসা কালীবাড়ি থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু করা হয়। উপজেল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবাদ কালীবাড়িতে এসে শেষ করা হয়। শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় ৫ হাজার বছর আগে অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে সাধুজনের অধিকার প্রতিষ্ঠায় কংশের কারাগারে মহাবতার শ্রী কৃষ্ণের জন্ম হয়। দ্বাপর যুগের এক ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমি তিথিতে তিনি ধরাধামে আবির্ভূত হন।

খোকসা কালীবাড়ি মন্দির কমিটি ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে কালীবাড়িতে দিনব্যাপী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ শিশুরা এসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।