খোকসায় জব্দ করা ইলিশ পেলো এতিমরা

0
165
DROHO- FES-22- P-1
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে জব্দ করা পদ্মা নদীর ইলিশ মাছ এতিম খানা দেওয়া হলো।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃৃহস্পতিবার সকালে উপজেলার আমবাড়িয়া কোলের বিভিন্ন পয়েন্টে ট্রাস্কফোসের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর অভিযান চালান। এ সময় পদ্মা নদী থেকে অবৈধ ভাবে ধরা ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সাথে প্রায় ১৫ শ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের এই দলটি। তবে কেউ আটক হয়েছে কিনা সে বষয়ে জানা যায়নি। জব্দকরা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় প্রদান করা হয় এবং আটক করা অবৈধ কারেন্ট পুড়িয়ে দেওয়া হয়।

পদ্মা নদী থেকে অবৈধ ভাবে ধরা মা ইলিশ দেশের বিভিন্ন বাজারে পৌঁচ্ছে দেওয়ার নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে আমবাড়িয়া কোলটি। এ বছর ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণার তৃতীয় দিন থেকে প্রত্যেহ হাজার হাজার কেজি মা ইলিশ পাচার হচ্ছে এই রুট দিয়ে। এর সাথে নদী তীরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা জড়িত বলে স্থানীয় এক ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন। তিনি বলেন, তার পরিষদের মেম্বররাও পদ্মা নদী থেকে মা ইলিশ ধরছেন।