স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় পাওয়ার ট্রেলার চালক জমি চাষ দেওয়ার সময় দুই আইল ভেঙে ফেলে। আর এ নিয়ে দুই কৃষকের মধ্যে হামলা পাল্টা হামলায় মহিলা ও বৃদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।
শিমুলিয়া ইউনিয়নের মানিকাট কাজী পাড়ায় শুক্রবার সকালে এ হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দু’পক্ষের আহতরা হলেন, আলতাফ হোসেন (৬০) ও তার স্ত্রী কুলসুম বেগম (৫৫), সহদর তোরাফ আলী (৫৫) ও স্ত্রী তার মুক্তা খাতুন (৪৫), অপর পক্ষের আহত হয়েছেন বাবুল হোসেন (৫৫) পিতা জয়নাল হোসেন, সুমন হোসেন পিতা নূর হোসেন। বাঁকী একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সবাই নিকট আত্মীয়।
গ্রাম পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আলতাফ হোসেন তার ৭ শতক জমি চাষের জন্য মাঠে পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলার চালক সিরাজ ভুল বসত বাবুল হোসেন ৭ শতক জমিও চাষ দেয়। এতে করে দুই জমির আইল ভেঙে এক হয়ে যায়। শুক্রবার সকালে আলতাফ লোকজন নিয়ে জমিতে যায়। এ সময় দুই জমির মালিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় বাবুল গুরুত আহত হয়। মাঠের কৃষকরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসে।
এই হামলার প্রতিশোধ নিতে বাবুলের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এক ঘরে লুকিয়ে থাকা বৃদ্ধ আলতাফ ও তার সহদর তোরাফ আলী দম্পতিকে বেধরক পিটিয়ে আহত করেন। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। আহত বৃদ্ধ দম্পতিদেরকে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সরেজমিন গিয়ে দেখা য়ায়, দুই দফা হামলার পর গোটা মহল্লাটি পুরুষ শুন্য। মোড়ো মোড়ে নারী ও শিশুরা জটলা করে সকালের হামলার ঘটনা নিয়ে আলোচনায় ব্যস্ত। তারা জানায় সকালে বাবুলের উপর হামলার পর আলতাফ হোসেন স্ত্রীসহ ছোট ভাই তোরাফ আলীর বাড়িতে আশ্রয় নেন। বেলা ১১ টার দিকে ১৫ থেকে ২০ জন প্রতিপক্ষের লোক সেখানেই হামলা চালায়। ঘরের দরজার ভেঙ্গে ঢুকে কুপিয়ে ও পিটে রক্তাক্ত আহত করে দুই নারীসহ চার জনকে। ওই ঘরের বিছানা ও মেঝেতে বৃদ্ধ দম্পতিদের ছোপ ছোপ রক্ত পরে আছে।
দ্বিতীয় হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্রী আফিয়া ও কলেজ ছাত্রী আয়শা জানান, হামলা কারীদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। বৃদ্ধ আলতাফ হামলার ভয়ে নিজের পাকা বাড়ি ফেলে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। কিন্তু হামলাকারীরা ঘরে দরজা ভেঙে ঢুকে সেখানেই বিবস্ত্র করে স্বামী স্ত্রীকে কোপায় ও পিটায়।
আহত বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, জমি নিয়ে আগে বিরোধ ছিল। এবার চাষ দেওয়ার জন্য তিনি পাওয়া ট্রেলার পাঠান। পাওয়ার ট্রেলারের চালক ভুল করে বাবুলের জমিতে চাষ দিয়ে ফেলে। তিনি সকালে জমিতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাঠের কৃষকরা বাবুলকে পেটায়। এ ঘটনায় তার উপর হামলা হয়েছে। সে প্রাণ ভয়ে ছোট ভাই (তোরাফের) বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানেই তার উপর হামলা করা হয়।
হাসপাতালের বিছানায় আহত বাবুল হোসেন কথা বলতে পারছেন না। পাশে বসা তার স্ত্রী সকিনা খাতুন জানেন না ঘটনার আদ্যপান্ত। এই আহতের ছেলে কলেজ ছাত্র সাইদুলের দাবি প্রতিপক্ষ তাদের চাষের জমি চাষ দিয়ে নিয়েছে। এ কথা বলায় তার বাবার উপর হামলা করা হয়েছে। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন।
গ্রাম পুলিশ জাহিদ হাসান জানান, পাওয়ার ট্রেলার চালক ভুল করে দুই কৃষকের জমিতে চাষ দিয়ে আইল ভেঙে ফেলে। আর এটুকু নিয়ে দফায় দফায় হামলা। অনেক রক্ত ঝড়লো। তবে তিনিও দাবি করেন, বাবুলের উপর আগে হামলা করা হয়। সেও রক্তাক্ত জখম হয়েছেন।
আরও পড়ুন – দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের
ঘটনা স্থলে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই হারুন জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে আসেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এলাকায় উত্তেজনা আছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।