খোকসায় জমি ও ঘর পেলো ৩২ গৃহহীন পরিবার

0
119

স্টাফ রিপোর্টার

মুজিববর্ষ উপলে খোকসার ৩২ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের দ্বিতীয় দফায় ঘর প্রদান অনুষ্ঠানে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে মাথাগোজার ঠাই আধাপাকা ঘর প্রদান করা হয়।

খোকসা ডিগ্রী কলেজ অডিটরিয়াম থেকে ভার্চুয়াল এ উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলার ৩২ ভূমিহীন পরিবারের মাধ্যে ২ শতাংশ জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের পর স্থানীয় উপকারভোগী ৩২ পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।