স্টাফ রিপোর্টার
খোকসার গ্রামে জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন।
আহতদের বর্ণনা থেকে জানা গেছে, শনিবার সকালে উপজেলা বসোয়ায় খরিদিয় জমির উপর ঘরতোলা কেন্দ্র করে আপন চাচাত ভাইদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, সুবাহান সরদার ও তার চাচাত ভাই কিয়ামুদ্দিনের মধ্যে খরিদিয় ২৩ শতক জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার সকালে একপক্ষ বিবাদপূর্ণ জমিতে ঘর তুলতে শুরু করে এ সময় প্রতিপক্ষ বাধা দেয়। এই ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এ সংঘর্ষে নার্গিস (৩০),পরিজান (৫৫) ও সুবাহান (৩৫) আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধিন সুবাহান ও পরিজান উভয়ে দাবি করছেন জমি তাদের। তারা দুই পক্ষই মামলা করবে বলে জানান।