খোকসায় জাতির জনকের জন্ম শতবার্ষিকী পালিত

0
123

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন গুলো দিন ব্যপী নানা কর্মসুচীর পালন করেছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় আওয়ামী ও অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

খোকসা সরকারি ডিগ্রী কলেজ ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মনজেল আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।