খোকসায় জাতীয় শোক দিবস পালিত

0
165

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পৃথক শোকসভা ও শোক র‌্যালী করেছে। শিশুদের মধ্যে প্রতিযোগীতা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগ সমর্থীতরা পৌরসভা চত্বরে শোক সভার আয়োজন করেন। এ শোকসভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান। সভা শুরুর আগে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান বাজার প্রদক্ষিণ করে পৌর সভায় এসে শেষ করা হয়।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫ আগস্টের শোক সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মনিরুজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি শিমুল খান, আওয়ামী লীগ নেতা আল আমিন বকুল বিশ্বাস, কৃষক লীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।

জাতীয় শোক দিবসের সকালে উপজেলা পরিষদ চত্বরে সদ্য নির্মিত মুক্তির মন্ত্র বেদীতে শ্রদ্ধা জানান কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। পরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত শোক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। এ ছাড়া প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রশাসন পৃথক কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।