খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

0
65

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাতের কর্মী খোকন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খোকসা উপজেলা জামায়াতে ইসলামী।

খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি শুক্রবার বাদ আছর শুরু হয়। পরে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা কুমারখালী আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আফজাল হোসেন, খোকসা উপজেলা জামাতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আয়েন উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নাটোরী, খোকসা পৌর জামায়াতের আমীর আব্দুল বারিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, খোকসা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার