খোকসায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

0
64

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পৃথক পৃথক ভাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপি’র আহ্বায়ক এ জেড জি রশিদ রেজা বাজু।

বক্তব্য রাখেন খোকসা পৌর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা শরিফ, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোকসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

সদ্য ঘোষিত থানা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ খান রাজুর নেতৃত্বে তার নিজের কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক নাফিজ আহমেদ খান রাজু।

আলোচনা করেন থানা কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কাজী এনামূল হোসান ডলার, পৌর বিএনপিরসাবেক অর্থ সম্পাদক এনামুল কবির, পৌর বিএনপির সিনিয়র আহবায়ক এবিএম হাফিজুল কবির ফারুক, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এম আব্দুল্লাহ খান, আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি সুনাম মোরশেদ, আমিরুল ইসলাম, আবুল কাশেম বাংলা, সবুজ মল্লিক, সোয়েব হাবিব, মিজান মন্ডল প্রমুখ।

আরও পড়ুন –  দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রিয় পৌর মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক।