স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় করোনায় ঘরবন্দী শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে জেলা পরিষদের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেওয়া এই ত্রাণের মধ্যে সেমাই চিনি প্লোয়ার চাল সিদ্ধচালসহ অন্যান্য সামগ্রী। এবার প্রায় শতাধিক দরিদ্র পরিবার জেলা পরিষদের এ কর্মসূচির আওতায় এলো।