খোকসায় টিসিবির পন্য নিতে লম্বা লাইন

0
117

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার তিনটি ওয়ার্ডের সুবিধাভোগী ফ্যামিলি কার্ড ধারীরা লম্বা লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য খরিদ করেন।

শনিবার সকালে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৭১০ জন ফ্যামিলি কার্ডধারী সুবিধা ভোগী কাছে টিসিবির পন্য বিক্রি করা হয়। প্রত্যেক কার্ডধারীকে ৪৭০ টাকায় দুই কেজি মসুরি ডাউল, ২ কেজি সয়াবিনের তেল ও পাঁচ কেজি চাউল প্রদান করা হয়। এ সময় ৩নং ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মধ্যবিত্ত ও নিন্মবিত্তের নারী এবং পুরুষরা লম্ব¦া লাইনে দাঁড়িয়ে টিসিবির পন্য খরিদ করেন।