স্টাফ রিপোর্টার
খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে খোকসা ও কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) খোকসা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আচরন বিধি পতিপালনে অসঙ্গিতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন জন ওয়ার্ড কাউন্সিলকে ৫ হাজার টাকা হরে ১৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
খোকসার সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী দ্রোহ প্রতিনিধিকে জানান, পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিল প্রার্থীকে জরিমানা ও শতর্ক করা হয়েছে। তবে জরিমানা দেওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেনি।