খোকসায় তড়িতাহত হয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

0
123
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

সাংসারিক কাজে ব্যস্ত মায়ের কাছে খেলার সময় বিদ্যুতের মাল্টি প্লাগ থেকে তড়িতাহত হয়ে দেড় বছরের শিশু ইয়ামিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার খোকসার বেতাবিাড়িয়া গ্রামে দেড় বছরের এই শিশু নিহত হয়। সে এ গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে তখন বাড়িতে ধান উড়ানোর কাজে সবাই ব্যস্ত ছিল। শিশুটি তার মায়ের কাছে খেলা করছিল। এ সময় ধান উড়ানোর কাজের টেবিল ফ্যানের বিদ্যুত সংযোগের মাল্টি প্লাগে হাত দেয় শিশুটি। মুহুত্যের মধ্যে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পরে। বিদ্যুতে সর্টে আহত শিশু ইয়ামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়ে হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত উপসহকারী মেডিকেল অফিসার মনিরুল ইসলাম বিদ্যুতের সর্টে শিশু ইয়ামিন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।