স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় এক স্কুল শিক্ষক ও তার স্ত্রীসহ ৬ জন আহত হয়েছেন।
রবিবার সকালে উপজেলা জয়ন্তী হাজরা ইউনিয়নের রাধানগর গ্রামে খান ও প্রামানিকদের মধ্যে হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, স্কুল শিক্ষক ফরহাদ ইসলাম প্রামানিক (৩৫), তার স্ত্রী অলোকা নাজমিন (২৯), শিক্ষকের পিতা ইব্রাহীম প্রামানিক (৭৫), চাচা হারেজ প্রামানিক। প্রতিপক্ষের আহতরা হলেন, নায়েব আলী খান ও আব্দুল আজিজ খান। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসাধিন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইব্রাহীম প্রামানিকের দখলীয় জামির মধ্যে প্রতিপক্ষ ৭ শতাংশ জমির মালিকানা দাবি করে আসছে। রবিবার সকাল ৯টার আগে নায়েব আলী খানের লোকেরা সে জমি দখলের নেবার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকেরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার পর গ্রামে পুলিশ এসেছিল। তবে রবিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
চিকিৎসাধিন আহত শিক্ষক ফরহাদ ইসলাম জানান, প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়ি সংলগ্ন জমি দখল নেবার চেষ্টা করে। এ সময় তারা বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। তারা সুস্থ হয়ে মামলা করবেন।
অপর আহত নায়েব আলী দাবি করেন, প্রতিপক্ষের বাড়ির আঙ্গিনা সংলগ্ন ৬৬ শতাংশ জমির মধ্যে তারা ৭ শতক জমি পাবেন। কিন্তু প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়া তাদের জমি দখল করে খাচ্ছে। তারা জমি দখলের চেষ্টা করলে তাদের উপর হামলা করা হয়েছে। তারাও মামলা করবেন।