খোকসায় আওয়ামী লীগের দুই নেতা আটক

0
191

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ২৪ ঘন্টায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে।

সোমবার বিকালে খোকসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন (৫৮) ও রবিবার দিনগত রাত ৮টার পর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করে পুলিশ।

থানা পুলিশের হোয়াটর্স অ্যাপ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা খোকসায় ৯ ফেব্রæয়ারি দায়েরকৃত ৪ নম্বর মামলার আসামী। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন – অবৈধ ইটভাটায় অভিযান ৮ লাখ টাকা জরিমানা

সূত্রটি জানায়, সোমবার বিকাল ১৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে খোকসা বাজার এলাকা থেকে আসামী মোঃ মোক্তার হোসেন (৫৮) কে আটক করা হয়। সে খোকসা পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। সে ওসমানপুর গ্রামের মৃত হোসেন আলী শেখর ছেলে। বর্তমানে কমলাপুর গ্রামে বসবাস করেন।

আরও পড়ুন –খোকসার মাস্টারপাড়া থেকে ভ্যান চুরির সময় আটক এক

এর আগে রবিবার দিনগত রাত ২২.৪০ ঘটিকায় থানাধীন গোপগ্রাম এলাকা থেকে নারায়ন চন্দ্র চক্রবর্তী (৪৯) কে আটক করা হয়। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে গোপগ্রামের শীতেষ চন্দ্র চক্রবর্তী ছেলে।