খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

0
19

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খোকসা পৌর এলাকার প্রধান বাজারে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন লঙ্ঘন করায় মেসার্স আল রাফিট ট্রেডাসের মালিক মিলন হোসেন কে ২ হাজার টাকা ও সরকার ট্রেডার্সের মালিক মহেশ্বর পোদ্দার কে ২ হাজার টাকা জরিমানা এ ভ্রাম্যান আদালত।

আরও পড়ুন – মামলা হলেই গ্রেফতার নয় – আইন উপদেষ্টা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা পাটজাত মোড়ক ব্যবহার না করে পরিবেশ বিরোধী প্লাস্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করছেন। অভিযুক্ত ব্যবসায়ীদের “পাটজাত মোড়ক ব্যবহার (বাধ্যতামূলক) আইন, ২০১০” এর আওতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন – ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় পাটজাত মোড়কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।