স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গ্রামবাসীর হাতে আটক দুই জনকে গনপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মালিগ্রাম অনলাইন মোড় থেকে চোরাই ভ্যান ও একটি মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে গ্রামবাসী। আটক আনোয়ার (২৫) পিতা দাউদ প্রামানিক ও বাদশা (২৫) পিতা ওমর আলী। তাদের বাড়ি উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপগ্রামে।
প্রত্যক্ষদর্শী সৈকত আলী জানান, ইচলাট এলাকা থেকে ব্যাটারি চালিত একটি পাখি ভ্যান চুরি করে নিজের মোটর সাইকেলের সাথে বেঁধে তারা উপজেলা সদরের দিকে যাচ্ছিল। চিৎকার চেচামেচি শুনে অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের মারপিট করে। আটক দুই জন অসুস্থ হয়ে পরলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, ইচলাট গ্রামের রফিক নামের এক চালকের ভ্যানটির তালা কেটে চোরেরা নিয়ে যাচ্ছিল। ওই ভ্যান চালক দেখে চিৎকার করলে গ্রামবাসী চোরদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। থানা পুলিশের নির্দেশে আটক ও গনপিটুনিতে আহত আনোয়ার ও বাদশাকে হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছে।
আহত চোর আনোয়ার স্বীকার করে তারা ভ্যান চুরি করেছিল। লোকজন তাদের মারপিট করেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে উপস্থিত পুলিশ সদস্যরা জানায়, গ্রামবাসী চোর সন্দেহে দু’জনকে আটক করেছে। তারা খবর পেয়ে হাসপাতালে এসেছেন।
আরও পড়ুন – রাজধানীতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা
উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, গনপিটুনিতে আহত দু’জন কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত।