খোকসায় দুই মাদক বিক্রেতা আটক

0
246
madok-dro-29-p12-compressed
আটক মাদক বিক্রেতা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিরাজুল ইসলাম এর নেত্রীতে পুলিশের একটি দল উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সেলিম রেজা ও নাজমূলকে আটক করে। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে হয়।

আরো দেখুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News .

 

খোকসা থানার অফিসার ইনচার্জ জহুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযান চালায় পুলিশের দলটি। অভিযানকারীরা মৃত চন্দর প্রামানিকের ছেলে মাদক ব্যবসায়ী সেলিম রেজা (২৫) ও আব্দুল বারেকের ছেলে নাজমুল (৩১) কে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।