খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

0
167
দ্রোহের ফোক অনুষ্ঠানের ছবি

স্টাপ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার সাপ্তাহিক দ্রোহের ব্যবস্থাপণায় উদযাপিত হলো ফোক ফেস্টিভ্যাল। ফোক গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন শিল্পী বিজয়বন্ধু কবি ।

শনিবার রাত ৯ টায় দ্রোহে’র প্রধান কার্যলয় থেকে ফেইসবুক (facebook.com/thedroho) ও ইউটিউভ (youtube.com/drohonews) চ্যানেলের মাধ্যমে এ লাইভ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ফোক ফেস্টিভ্যালের সঞ্চালনের দায়িত্বে ছিলেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুনসী লিটন এবং সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশনের বিশিষ্ট ফোক শিল্পী বিজয়বন্ধু কবি।

শিল্পী তার দরাজ কন্ঠদ্বারা শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন দুই ঘন্টারও বেশি সময়। তিনি পরিবেশন করেন, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, যাইয়া দেখি শ্যামও ঘাটে নাই এর মতন জনপ্রিয় অসংখ্য ফোক গান। তবলায় ছিলেন লিটন এবং পার্কেশনে ছিলেন নিলু।

দ্রোহের অনুষ্ঠানের ছবি

এমন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে দ্রোহে’র সম্পাদক তমা মুনসী বলেন, কুষ্টিয়া জেলা মূলত সংস্কৃতির রাজধানী। এ জেলার প্রতিটি মানুষই সাহিত্যপ্রেমী-সংস্কৃতি প্রেমী। খোকসার বাইরে যারা কর্মজীবি হয়ে বসবাস করছেন তাদের খোকসার সাথে সংযুক্ত করবার এটা একটা প্রয়াস। তিনি আরও বলেন এ জেলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকগুণী শিল্পী যারা রয়ে গেছে জনসম্মুখের অন্তরালে। দ্রোহ আপনাদের সহযোগিতায় সে সব শিল্পী এবং সংস্কৃত কর্মীদের শিল্পাকর্ম প্রকাশ করবার প্রচেষ্টা অব্যহত রাখতে চেষ্টা করছে। সপ্তাহের প্রতি শনিবারে ভার্চুয়াল ভাবে রাত ৯ টায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেছেন, দ্রোহের ব্যবস্থাপণা সম্পাদক মুনসী তাজবীর আহমেদ রাজা, দ্রোহের সাব এডিটর সঞ্জয় বিশ্বাস, সাব এডিটর ফাহিম শাওন, সংস্কৃত ও বিনোদন বিভাগের সুমন বিশ্বাস, স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, লাইভ অনুষ্টানটি সম্প্রচার করতে সহযোগিতা করেন নাহিদুজ্জামান শয়ন এবং লক্ষণ সাহা।