স্টাফ রিপোর্টার
কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা পাংশার সীমান্তবর্তী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই নছিমন পুকুরে পরে তিনটি গরু মারা গেছে।
আরও দেখুন-দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল
রবিবার দুপুরে নছিমন পুকুরে পরে মারা যাওয়া গরুর মালিকের নাম আদু মোল্লা, তার বাড়ি খোকসা উপজেলার হাসিমপুর গ্রামে। এই গরু গুলো প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা দিয়ে ব্যবসায়ী খরিদ করেছিলেন। গরু গুলো বিক্রির জন্য স্থানীয় একটি হাটে নেওয়া হচ্ছিল।

ঘটনাস্থলে উপস্থিত অপর এক গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, রবিবার দুপুর ১২ টার দিকে খোকসা উপজেলার ক্লাবমোড় এলাকা থেকে পাংশা পশু হাটের উদ্যেশ্যে গরু বোঝাই স্যালো ম্যাশিনের ইঞ্জিন চালিত নছিমন ছেড়ে আসে। খোকসা পাংশার সীমান্তবর্তী শিয়ালডাঙ্গী পৌঁছে নছিমন চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পরে যায়। চালক মাসুদ প্রাণ নিয়ে ডাঙ্গায় উঠলেও গরু গুলো গাড়ির সাথে আটকে যায়।
আরও দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক
স্থানীয়রা চেষ্টা করে পানিতে নিমর্জীত নছিমনটি উদ্ধার করে। কিন্তু তৎক্ষনে গরু গুলো মারা যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে গ্রামবাসী মৃত গরু গুলো সড়কের পাশে গর্তকরে মাটি চাপা দিয়ে রাখে।