খোকসায় নতুন করে ১৫ জনের করোনা শনাক্ত, মোট ৭৮

0
220
Covid-19-Dro-02-8-p-1
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসাতে একদিনে ১৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ অবধি উপজেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ জন।

বুধবার কুষ্টিয়ার পিসিআর ল্যাবের ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, উপজেলার মোট ১৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মাস্টার আবু হানিফ ও তার ছেলে কবির হোসেন, জেলখানা মোড় এলাকার খন্দকার আব্দুর রহিম, রিক্তা রাণী মালাকার, তার স্বামী অপূর্ব মালাকার ও ছেলে অভিজিত মালাকার, কমলাপুরের মেরিনা, আতিয়ার এবং তার স্ত্রী নাছিমা আক্তার সহ মেয়ে মিতু।

এ ছাড়াও ফুলবাড়িয়ার মজিবর মাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর ইদ্রিস আলী এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদ এবং আমবাড়িয়ার সুরাইয়াসহ অজ্ঞাত আরেকজন করোনা শনাক্ত হয়েছে।

আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি

এ অবধি উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ জন। অপর দিকে এ রোগে মৃত্যু হয়েছে ১ জনের। বাকি ৩৭ জন আইসোলেশন রয়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন।